• ঢাকা
  • শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ভূয়া টিকেটে হয়রানি বাস  যাত্রীরা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:৪২ পিএম;
ভূয়া টিকেটে হয়রানি বাস  যাত্রীরা
ভূয়া টিকেটে হয়রানি বাস  যাত্রীরা

বিশেষ প্রতিনিধি সূর্য আহমেদ মিঠুন : সারাদেশ ব‍্যাপী বাস যাএীদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন গনপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় সহ ভূয়া টিকেট দ্বারা প্রতিনিয়ত হয়রানীর স্বীকার হচ্ছে। সরকার  নির্ধারিত   কিলোমিটার হিসাব করে ভাড়ার চেয়ে অতিরিক্ত  ভাড়া আদায় করছে করছে বলে যাএীরা অভিযোগ করেছে। পাশাপাশি রয়েছে যাএী হয়রানিতে ভূয়া টিকেটে দৌরাত্ম্য। নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে মঙ্গল বার (১৪ নভেম্বর )  সরজমিনে ডে -নাইট - নিউজের সাথে ভূয়া টিকেটে প্রতারণার স্বীকার হওয়া এক পুরুষ যাএীর সংঙ্গে আলাপ কালে  তিনি বলেন,আমি কাঁচপুর ব্রিজের নিচে সিলেট রোডের মোড়ে কাউন্টারের সামনে দাড়িয়ে ছিলাম রূপগঞ্জের কাঞ্চন যাওয়ার উদ্দেশ্যে। এই রোডে আমি নতুন যাএী। হঠাৎ কিছু টিকেট হাতে  এক লোক  এসে আমার কাছে জানতে চায় কোথায় যাবে? আমি উওরে বলি রূপগঞ্জ কাঞ্চন যাবো।স্টান্ডে কিছু লোকাল গাড়ি দাড় করানো ছিল ঠিক ঐ সময়,  আমি কিছু বুঝে উঠার আগেই টিকেট প্রতারক আমাকে বলে সামনের  একটি বাস কাঞ্চন যাবে এবং দুটি টিকেট আমার হাতে ধরিয়ে দিয়ে  ৮০ টাকা নিয়ে গাউছিয়ার বাসে তাড়াতাড়ি  উঠতে বলে তাকিয়ে দেখি গাড়ি ছেড়ে দিচ্ছিলো তাই আমি ও তাড়াতাড়ি গাড়িতে দৌড়ে উঠি। কিন্তু গাড়িতে উঠার কিছুক্ষন পর যখন বাস কন্টাকটার আমার কাছে  ভাড়া চায় তখন আমি অবাক এবং টিকেট দেখানোর পর বলে ভূয়া টিকেট চক্রের পাল্লায় আপনি পড়ছেন। যখন বুঝলাম তখন তো আর লাভ নেই পুনরায় আবার বাস ভাড়া দিয়ে গাউছিয়া পযর্ন্ত যাই।.

 .

আলাপকালের সর্বশেষ ঐ হয়রানি স্বীকার হওয়া বাস যাএী সকল যাএীদের উদ্দেশ্যে বলেন আমার মত কেউ ভুল করবেন না। টিকেট কাটবেন কাউন্টার থেকে। কাউন্টার ছাড়া টিকেট কাটবেন না এবং  টিকেটের গায়ে লিখা থাকা বাসের নামের সাথে  মিলিয়ে ধীরে সুস্থে গাড়িতে উঠবেন। তাড়াহুড়ো করে রাস্তার পাশ থেকে অপরিচিত লোকের কাছ থেকে  টিকেট কাটবেন না। আর তাড়াহুড়ো করে গাড়িতে ও উঠবেন।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ